শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন

একরাম হত্যা মামলা : বিএনপি নেতা মিনার চৌধুরীর শর্তসাপেক্ষে জামিন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:50 pm, রবিবার, ২২ অক্টোবর, ২০১৭

high_courtসিএনআই নিউজ :

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে শর্ত সাপেক্ষে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আসামী মিনার চৌধুরীর পাসপোর্ট জমা রাখা শর্তে আজ এ জামিন আদেশ দেয়।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট মনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এটর্নি জেনারেল বশির আহমেদ।
বশির আহমেদ সাংবাদিকদের জানান, চলতি বছরের মার্চ মাসে আপিল বিভাগ এ মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছিলেন। যদি এ সময়ের মধ্যে নিষ্পত্তি না হয়, তাহলে মিনার চৌধুরীর জামিন আবেদন বিবেচনা করতে বলেছিলেন। সে বিষয়টি বিবেচনায় নিয়ে হাইকোর্ট আজ রোববার তাকে জামিন দেয়।
গত বছরের ২৪ নভেম্বর হাইকোর্ট এ মামলায় মিনার চৌধুরীকে ছয়মাসের জামিন দিলে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের প্রেক্ষিতে ১৯ মার্চ মিনার চৌধুরীর জামিন বাতিল করে দেয় আপিল বিভাগ। একইসঙ্গে ৬ মাসের মধ্যে মামলার বিচারকাজ শেষ করার নির্দেশ দেয়া হয়।
২০১৪ সালে ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও পুড়িয়ে নির্মম ও বর্বোরোচিতভাবে একরামকে হত্যা করে। এ ঘটনায় তার ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মিনার চৌধুরীকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com